রোতাব চৌধূরী :: তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট ক্রিকেট দল সাত উইকেটে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল ক্রিকেট দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরবর্তীতে বিজয়ী দল অংশ নিবে বিভাগীয় পর্যায়ে।
পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুনদের ক্রীড়া নৈপূন্য এবং ক্রীড়া শৈলী বিকাশে এই টুর্নামেন্ট বিশেষ ভুমিকা রেখেছে।
এ ছাড়া জেলার ক্রিকেটের উন্নয়নে আউটার অনুশীলন গ্রাউন্ড ও স্থায়ী পীচ নির্মাণসহ বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, প্রাইম ব্যাংকের হেড অব ব্রাঞ্চ রমিজ উদ্দিন,ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মন বক্তব্য রাখেন।
এসময় সহকারী কমিশনার এনডিসি কে এম ইঞ্জারুল হক,ছাত্র প্রতিনিধি রিয়াদুল হক, বিসিবির জেলা কোচ আশরাফুল আজিজ সুজন, প্রাইম ব্যাংক কর্মকর্তা, আম্পায়ারসহ দু’টিমের টিমের ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়সহ ফাইনাল ও প্রতি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
ম্যাচে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল আগে ব্যটিং করে ৪৯ ওভরে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে।
জবাবে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে এবং এরই সাথে তারা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।
পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট এর পক্ষে অধিনায়ক সাকিবুল ইসলাম ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
এদিকে স্কুল ভিত্তিক এমন আয়োজন করায় বিসিবি ও প্রাইম ব্যাংকে ধন্যবাদ জানিয়ে ক্রীড়া সংশ্লিষ্টরা বলেন, এই ধরনে টুর্নামেন্ট আরো প্রয়োজন, তাহলে ক্রিকেট সহ বিভিন্ন ক্রীড়ার দিক দিয়ে কক্সবাজার অনেক এগিয়ে যাবে।
জেলার নয় উপজেলার আটটি স্কুল ক্রিকেট দল নিয়ে নক আউট পদ্ধতিতে গত ১ ফেব্রুয়ারী টর্নামেন্টি শুরু হয়েছিলো।
Posted ১১:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta