রোতাব চৌধূরী :: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
একদিনের ম্যাচের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ সম্ভাবনাময় এসব ক্ষুদে খেলোয়াড়রা যাতে আগামীদিনে বড় খেলোয়াড় হিসেবে উঠে আসতে পারে তাই এই আয়োজন।
এছাড়া এই টূর্নামেন্টের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি হবে বলে আশা করেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, প্রাইম ব্যাংকের হেড অব ব্রাঞ্চ রমিজ উদ্দিন,ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মন, ছাত্র প্রতিনিধি রিয়াদুল হক, রিয়াদমনি বক্তব্য রাখেন।
এসময় বিসিবির কর্মকর্তাসহ বিভিন্ন টিমের ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
নক আউট পদ্ধতির এই টুর্ণামেন্টে জেলার নয় উপজেলার আটটি স্কুল ক্রিকেট দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দুটি খেলায় চকরিয়া কোরক উচ্চ বিদ্যালয় এবং পৌর প্রিপ্যার্যটরি উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
অপরটি বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়।
৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এর ফাইনাল খেলা। পরবর্তীতে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল অংশ নিবে বিভাগীয় পর্যায়ে।
Posted ১০:০১ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta