বার্তা পরিবেশক :: পর্যটন শহর কক্সবাজারে জারা আন্তঃ জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) রাত ৮ টায় জারা কনভেনশন হল জিবিসি মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কক্সবাজারকে প্রতিনিয়ত নতুন করে ছিনছি। পর্যটনের পাশাপাশি এখানে সব ধরণের খেলাধুলা চর্চা করা হয়। এখানকার খেলোয়াড়েরাও অদম্য এবং পরিশ্রমী।
কক্সবাজারের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমরা সব ধরণের উদ্যোগ নিব। এখানকার প্রত্যেক স্কুলে একটি করে স্পোর্টিং ক্লাব গড়ে তোলা হবে। যেখানে নিয়মিত খেলাধুলার আয়োজন থাকবে। এখান থেকেই ভাল খেলোয়াড় তৈরি হবে।”
জারা ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ সিবিএন সম্পাদক আকতার চৌধুরী, কক্সবাজার দোকান মালিক ফোরামের সভাপতি আবু জাফর সিদ্দিকী, জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, যুগ্ম আহ্বায়ক ক্রীড়া সংগঠক সরওয়ার রোমন, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন কক্সবাজারের সভাপতি এম,আর মাহবুব ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজার জেলার সভাপতি নাছির উদ্দিন বাচ্চু।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন জারা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোরশেদ আলম ও সঞ্চালনা করেন সাংবাদিক সংসদ, কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় সোজায়েত হোসেন, জেলা ছাত্রদল নেতা সাইফুর রহমান নয়ন, ক্রীড়া সংগঠক জামাল উদ্দিন, জারা ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, কায়সার সোহেল, একে রাসেল চৌধুরী, আরমান, হিরু, জিএম, আরিফ, সোহাগ, ফরহাদ, সাখাওয়াত, রহিম, মনির, ইশতি, হুমায়ুন, টিপু, বারেক, নিক্সন, বাদশা, কামরুল, রানা, আলমসহ আরও অনেকেই।
Posted ১২:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta