বিশেষ প্রতিবেদক(২২ আগস্ট) :: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা এনজিও সমন্বয় সভা। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো-র মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রীী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরো-র পরিচালক ও যুগ্ম-সচিব গোকুল কৃষ্ণ ঘোষ এবং উপ-পরিচালক ( উপসচিব) মো: শাহ আলম।
প্রধান অতিথি বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত সকল এনজিও-দের মুখপত্র এনজিও বার্তা প্রকাশনা সারা দেশের জন্য অনুকরনীয়। এ জন্যে কক্সবাজারের জেলা প্রশাসককে ধন্যবাদ জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, সকল এনজিও-র ব্যবস্থাপনা ও কার্য্যক্রম সুন্দর ও নিয়মমাফিকভাবে সম্পাদন করার পরামর্শ প্রদান করেন। সংশ্লিষ্টদের মন-মানসিকতা ও চিন্তাা -চেতনার পরিবর্তন ঘটিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।
পাহাড়ে বসবাসকারিদের নিরাপদে অপসারণ ও দুর্যোগকালীন সময় বা অনুপ্রবেশকারী নাগরিকদের জন্য সরকারি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করার আহবান জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা রহমানসহ বিভিন্ন এনজিও-এর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কার্যক্রম উপস্থাপন,এনজিও-এর ওয়েব পোর্টালে মাসিক প্রতিবেদন নিয়মিত হালনাগাদ করণ,এনজিও বিষয়ক প্রকাশনা এনজিও বার্তার পরবর্তী সংখ্যার প্রকাশিত করার লক্ষ্যে সার্বিক বিষয়ে করনীয়সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান, সকারি সিভিল সার্জন ডা: মহিউদ্দিন মো: আলমগীর,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ( শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, জেলা প্রশাসনের আইসিটি শাখার সহকারি প্রোগ্রামার মো: ছুরত আলম আকাশ, বিভিন্ন এনজিও-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা ইনোভেশন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Posted ১১:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta