বিশেষ প্রতিবেদক(২৩ জুলাই) :: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা রাজস্ব ও কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা।
২৩ জুলাই রবিবারব জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজী মো: আবদুর রহমান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক, ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধিসহ ভূমি সংক্রান্ত সংশ্ল্ষ্টি সকল নাগরিক সেবা দ্রুততম সময়ে প্রদান করাসহ সকল উপজেলার ভূমিহীনদের সঠিক তালিকা প্রণয়ন এবং জমি বন্দোবস্তের আবেদন হালনাগাদকরণ,সঠিক পদ্ধতিতে প্রকৃত ভূমিহীনদের যাচাই বাছাই-এ করনীয়সহ সংশ্লিষ্ট বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
সরকারি জমি অবৈধ দখলদারদের অপসারণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান।
এ সময় জেলা মুক্তিেেযাাদ্ধা কমান্ডার ও কমিটির সদস্য মো: শাহজাহান,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবউল করিম, সিনিয়র সহকারি কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু আসলাম,সহকারী কমিশনারবৃন্দ (ভূমি), কানুনগো, তহশীলদার,সার্ভেয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে আশ্রয়ণ প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম, জমি জবর-দখল সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
Posted ৬:১১ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta