বিশেষ প্রতিবেদক(১৪ জুন) :: পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসরত জনগণকে দ্রুত সরিয়ে নেয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুর্যোগব্যবস্থাপনা কমিটির সভা।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভারী বর্ষনের কারনে যে কোন সময়ে পাহাড় ধ্বসের সম্ভাবনা আছে।
জেলা প্রশাসক মো: আলী হোসেনের নির্দেশনাক্রমে পাহাড়ে বসবাসকারিদের দ্রুত সরিয়ে নিতে সংশ্লিস্ট ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটিগুলো পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় জেলা তথ্য অফিস মাইকিং করার কাজ শুরু করে দিয়েছে।
উক্ত এলাকায় বসবাসরতদের সরানো ও পুনর্বাসনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া বসবাসকারীদের তালিকা তৈরী ও পুনর্বাসনের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এ সময় অতিরিক্তি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহজাহান, সহকারি কশিনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, ফায়ার ব্রিগেড, আবহাওয়া কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ঝুঁকিপূর্ন পাহাড়ি এলাকা চিহ্নিতকরণ, পাহাড়কাটা বন্ধ ও পাহাড়ে বসতি উচ্ছেদসহ এর স্থায়ী সমাধানের বিভিন্ন সিদ্ধান্তের উপর গুরুত্বারোপ করা হয়।
এরপর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান।
এ সময় পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মো: একে এম লুৎফর রহমান, জেলা তথ্য অফিসার নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন্ ।
Posted ৩:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta