রোতাব চৌধূরী :: কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা,পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সভায় নাগরিকদের সেবার মান বৃদ্ধি ও সহজীকরণ, স্ব স্ব দপ্তরের ওয়েব পোর্টালগুলো হালনাগাদ করণ,আয় বৃদ্ধিতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta