রোতাব চৌধূরী :: তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ।
মঙ্গলবার সকালে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,ক্রীড়ার মাধ্যমে তরুণরাই সমাজ পরিবর্তনে বিরাট ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া ক্রিকেট,ফুটবলসহ জেলার সকল ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে কাজ করছে জেলা প্রশাসন বলেন তিনি।
কোয়াব সভাপতি ওমর ফারুক ফরহাদের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ,ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মন,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি ও কোয়াব কর্মকর্তাসহ আম্পায়ার,টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
পরে কোয়াবের জার্সি-র উন্মোচন করেন জেলা প্রশাসক। এরপরে অতিথির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
টি২০-র এই প্রীতি ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি সিনিয়র্স ক্লাব ও কোয়াব কক্সবাজারের ক্রিকেট খেলোয়াড়েরা অংশ নেয়।
খেলার প্রথমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি সিনিয়র্স ক্লাব। অপরদিকে ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৈছে যায় কোয়াব কক্সবাজার। সর্বোচ্চ ৫১রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কোয়াবের নুরুল আজিম খোকা ।
Posted ৮:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta