বার্তা পরিবেশক(১৯ মে) :: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় শ্রেনী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন।
এ উপলক্ষে শুক্রবার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। দেশপ্রেম বুকে ধারণ করে সকল সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিদেরকে নিয়ম-নীতি মেনে স্বচ্ছ ও ঝামেলাহীনভাবে সেবা প্রদান করতে হবে। সুষ্ঠভাবে কোন কিছু সৃষ্টি করতে চাইলে পরিকল্পনা ও ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে।
মুক্তিযোদ্ধা মো: শহীদুল্লাহ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা: পু চ নু, সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সমিতির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta