কক্সবাংলা রিপোর্ট(২৫ জুন) :: কক্সবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উদযাপিত হয়েছে।রবিবার দুপুরে শহরের গোলদীঘিপাড় থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়।প্রতিবারের মতো এবারও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) রথযাত্রার আয়োজন করে। আর আটদিন পর ৩ জুলাই একই স্থান থেকে রথের উল্টো রথযাত্রা শুরু হবে।
কক্সবাজার শহরে বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে রথযাত্রাটি গোলদীঘিপাড় হয়ে বৌদ্ধমন্দির লালদিঘীপাড়,পুলিশ সুপার মোড়, স্টেডিয়াম সড়ক ও হাসপাতাল সড়ক হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রা শুরুর আগে গোলদীঘি ইসকন মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: অঅলী হোসেন।
কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর নিরাপত্তার মাধ্যমে জেলার চকরিয়া, মহেশখালী, রামু,খুরুশকূল,ঈদগাও অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
এদিকে কক্সবাজারের সদরের খুরুশকূলে সকাল থেকে খুরুশকূল শ্রী শ্রী রাস বিহারী মন্দির প্রাঙ্গনে মঙ্গল আরতী, ভাগবত পাঠ, শ্রীকৃষ্ণের কীর্তন সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান পালিত হয়। খুরুশকূল জগন্নাথ মন্দিরেও রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের। মহাপ্রসাদ বিতরণ পরবর্তী টাইম বাজার জগন্নাথ মন্দির থেকে খুরুশকূল রাস বিহারী মন্দিরে হাজারো ভক্তবৃন্দ রথ টেনে নিয়ে যান।
Posted ১০:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta