রোতাব চৌধূরী :: কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেম সিমস্ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে প্রত্যাশী সংস্থার আয়োজনে বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা ও তাঁদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে জেলা পর্যায়ে কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তা,স্থানীয় সরকার, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল অংশীজনের সমন্বয়ে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক লিটন কান্তি চৌধুরী।
সিমস্ প্রকল্প ব্যবস্থাপক বশির আহমেদ মনির সভাপতিত্বে এতে সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো মোয়াজ্জেম হোসেন, রামু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শাহ জালাল, জেলা ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো: নোমান হোসেন, সিমস্ প্রকল্প কর্মকর্তা তৌহিদা জান্নাত শিমু,মহিলা চেম্বার এন্ড কমার্সের সভাপতি জাহানারা ইসলামসহ প্রবাসীরা বক্তব্য রাখেন।
সভায় প্রকল্পের কার্যক্রম বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুন।
সভায় বিদেশ গমনকারীদের বৈধভাবে বিদেশগমনে সচেতনতা বৃদ্ধি,দক্ষতা অর্জন,আইনী সহায়তাসহ ফিরে আসা অভিবাসীদের প্রয়োজনীয় প্রশিক্ষন দেয়ার বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিমস্ প্রকল্পটির প্রধান বাস্তবায়নকারী সংস্থা আন্তজার্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে প্রত্যাশী।
এছাড়াও এই প্রকল্পের আইনী পরার্মশ ও সহায়তা দিচ্ছে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি।
Posted ৬:০৪ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta