আনোয়ার হাসান চৌধুরী(২৪ জুলাই) :: কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখা।
সোমবার পৌরসভা চত্বরে এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি মো: খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, রাজবিহারি দাশ, মিজানুর রহমান, পৌর নির্বাহি প্রকৌশলী নুরুল আলম, সহকারি প্রকৌশলী সিরাজুল কালাম আজাদ, সচিব রাসেল চৌধুরী, এসোসিয়েশনের সহ সভাপতি মোর্শেদুল আজাদ আবু, সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজন, মহিলা বিষয়ক সম্পাদক শেলি সোলতানা, সদস্য শীপক দে, রনি দাশগুপ্ত, সিরাজুল ইসলাম, মো: লিয়াকত, শাওন চক্রবর্তী ও আবদুল্লাহ, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কর্মকর্তা কবি শামিম আক্তার।
এদিন সারা দেশের ৩২৬টি পৌরসভায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে উক্ত কর্মসুচি পালিত হয়।
কক্সবাজারে অনুষ্ঠিত কর্মসুচিতে পৌর মেয়র বলেন, উক্ত দাবি সকলের ন্যায্য অধিকার। নিশ্চয় সরকার আন্তরিক হবেন।
এসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আমরা উক্ত দাবিতে নানা কর্মসুচি পালন করে আসছি। সামনে আরো কর্মসুচি পালিত হবে। আমরা আশা করছি আমাদের প্রতি সরকার অনতিবিলম্বে সদয় দৃষ্টি রাখবেন।
Posted ৩:২১ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta