প্রেস বিজ্ঞপ্তি(৮ আগস্ট) :: কক্সবাজারে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্টান প্রথমার উদ্যোগে ৬দিন ব্যাপী বইমেলা। বিকাল চারটায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি (শহীদ দৌলত ময়দানে) মিলনায়তনে বইমেলার উদ্ধোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মো. আলী হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার মেয়র ( ভারপ্রাপ্ত ) মাহবুবুর রহমান চৌধুরী,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের কেন্দ্রীয় নেতা জাহেদ সরওয়ার সোহেল ।
শুভেচ্ছা বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক কার্যালয় প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।
সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন, প্রথম আলো গণিত উৎসব, ভাষা উৎসব, ইন্টারনেট উৎসব, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসুচির পালন করে আসছে। ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে গণসচেতনমুলক কর্মকান্ড পরিচালনা করছে। গত বছর থেকে কক্সবাজারে প্রথমা প্রকাশনের উদ্যোগে বইমেলার আয়োজন করে আসছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বইপড়ার প্রতি মনোযোগ এবং আগ্রহ বাড়াতে এ বইমেলা ভুমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.আলী হোসেন বলেন, বই পড়ার মাধ্যমেই মেধার বিকাশ সম্ভব। মানুষের জীবনের যথাযথ বিকাশের জন্য বইয়ের বিকল্প নেই। তিনি বলেন, মেলা তো কত রকমের হয়, তার মধ্যে বইমেলা হলো রসের মেলা।এক্ষেত্রে প্রথমা প্রকাশনের বইমেলা আরও গুরুত্ব বহন করে ।
তিনি ঊপস্থিত শিক্ষা্র্থীদের উদ্দেশ্যে বলেন, ছেলেমেয়েরা টেলিভিশন দেখবে, কম্পিউটার ব্যবহার করবে, কিন্তু সঙ্গে বইও রাখতে হবে।
পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী ৫০ হাজার টাকার বই কেনার ঘোষনা দিয়ে বলেন বই কিনে এপর্যন্ত কেউ সমস্যায় পডেননি।
চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী ছেলেমেয়েদের পাঠাভ্যাস গড়ে তুলতে ঘরে ঘরে ছোট পরিসরে লাইব্রেরি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, বই মানুষের মনের জানালা খুলে দেয়। যে যতো বেশি বই পড়েন, তার জ্ঞানের গভীরতা ততো বেশি।
এসময় প্রথম আলোর পক্ষ থেকে অতিথিবৃন্দকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি’ ও ‘ মুজিবভাই’ বই উপহার দেওয়া হয়।
মেলা উদ্বোধনের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীরভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠান পরিচালানা করেন, বইমেলা আয়োজক কমিটির আহবায়ক ও প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, কবি সাহিত্যিক, আইনজীবী, শিক্ষক শিক্ষার্থীসহ শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এটি কক্সবাজারে প্রথমার বইমেলার দ্বিতীয় আসর।
মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের বই এবং দেশি-বিদেশি বইয়ের বিশাল সমারোহ রয়েছে। প্রথমা প্রকাশনের বই কিনলে ৩০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। বেঙ্গলের বইতে ছাড় রয়েছে ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ। অন্যান্য প্রকাশনীর বইতে ছাড় দেওয়া হচ্ছে ২৫ শতাংশ। বইমেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে।
মেলা ১৩ আগষ্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বইমেলার আয়োজনে সহযোগিতা দিচ্ছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। বইমেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, শিশু-কিশোর উপন্যাস, বাংলা সাহিত্য, বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, বিজ্ঞান, গণিতসহ নানা বিষয়ের বই রয়েছে।
Posted ১০:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta