প্রেস বিজ্ঞপ্তি(২১ ডিসেম্বর) :: কক্সবাজার আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।
সকাল সাড়ে আটটায় প্রতিযোগীদের কক্সবাজার সরকারি কলেজে উপস্থিত হয়ে প্রবেশপত্রের প্রিন্ট কপি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে উপহার সামগ্রী গ্রহণ করতে হবে।
পরীক্ষা পর্ব শুরু হবে সকাল নয়টায়।
অলিম্পিয়াডের উদ্বোধন করবেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা এবং বিজয়ীদের সনদ বিতরণ করবেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
অলিম্পিয়াডে পরীক্ষা পর্ব ছাড়াও থাকবে সায়েন্স ভিডিও শো, র্যালী, প্রশ্নোত্তর পর্ব ও বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অলিম্পিয়াডের আয়োজক কক্সবাজার আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অলিম্পিয়াডের ব্যবস্থাপনায় থাকবে দৈনিক প্রথম আলো।
Posted ৮:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta