রোতাব চৌধুরী :: অন্তর্বতীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কক্সবাজারের লবণ শিল্পের উন্নয়ন,ক্যাবল কার স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচনের পরামর্শ নেয়া হয়েছে।
তবে সেগুলোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ বর্তমান সরকার নিলেও আশা করি তা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।
উপদেষ্টা শনিবার বিকেলে কক্সবাজারে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে নয়দিনব্যাপী অনুষ্ঠিত জেলা বই মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এর আগে ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এ শ্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত জেলা বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এতে জাতীয় গ্রন্থকেন্দ্রের উপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার বক্ত্যব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বইমলো উপলক্ষে কুইজ,রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ স্টল ও প্রকাশনা সংস্থার মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গত ১০ জানুয়ারী থেকে শুরু হওয়া জেলা বই মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় ৭০টি স্টল স্থান পায়।
এ ছাড়া ছিল বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান, মিডিয়াসহ বিভিন্ন কর্ণারসহ নানা স্টল।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta