সংবাদ বিজ্ঞপ্তি(২৪ ডিসেম্বর) :: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রোববার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী।
সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিটিবি প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য অ্যাড. আয়াছুর রহমান,মহেশখালী পৌরসভার মেয়র মকছুদুর রহমান,বিএফইউজে’র কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস রানা ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের প্রাচীনতম দৈনিকের অগ্রণী ভুমিকার জন্য ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া ও ইত্তেফাক পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, ইত্তেফাক বরাবরই দেশের স্বাধীনতা ও সাবভৌমত্বের প্রতি অনুগত থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। ভবিষ্যতেও দেশের মাটি ও মানুষের অধিকার নিয়ে সংবাদ প্রকাশ করে আসবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু, সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক ফরহাদ ইকবাল, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক,দ্যা এশিয়ান এইজ ও দৈনিক দেশকাল প্রতিনিধি চঞ্চল দাশ গুপ্ত,চ্যানেল-২৪ প্রতিনিধি নুপা আলম,বৈশাখী টিভির জেলা প্রতিনিধি নেছার আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, যুগান্তরের জেলা প্রতিনিধি শফিউল্লাহ শফি, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু,ডিবিসি নিউজ ও বিডি নিউজ প্রতিনিধি শংকর বড়–য়া রুমি, সকালের কক্সবাজারের ব্যবস্থাপনা সম্পাদক রাশেদুল মজিদ, গাজী টিভির জেলা ওমর ফারুক হিরু, বিপ্লব কান্তি দে, শাহজাহান চৌধুরী শাহীন, আমীনুল হক আমিন, শফিউল আলম, আজিম নিহাদ ও ইত্তেফাকের মহেশখালী প্রতিনিধি আবুল বশর পারভেজ।
টেকনাফে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
টেকনাফে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জানা যায়, রোববার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ পৌর শহরের হোটেল নিউ গার্ডেনের হলরোমে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং এক আলোচনা সভা টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পত্রিকার টৈকনাফ প্রতিনিধি জসিম উদ্দিন টিপুর প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফির্সাস ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খান।
বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ আলম বাহাদুর প্রমুখ।
এছাড়া প্রবীণ সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, নুরুল করিম রাসেল, হুমায়ুন রশিদ, সাইফুল ইসলাম সাইফী, কাইছার পারভেজ চৌধুরী, আমান উল্লাহ আমান, সাদ্দাম হোসাইন, গিয়াস উদ্দিন ভূলু, ফরহাদ আমিন, মোঃ শাহীন, রাশেদ মাহমুদ রাসেল ও শহীদুল্লাহ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ থানা পুলিশের এসআই মাহির উদ্দিন খান, গোবিন্দ কুমার শর্মা, উপজেলা ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম ইসলাম শকু, সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এই পত্রিকার ৬৫তম বর্ষপূতি উপলক্ষ্যে কেক কেটে মিষ্টিমুখ করানো হয়। এরপর এক র্যালী পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করেন।
চকরিয়ায় ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, সত্যিকার অর্থে বাংলাদেশকে সফলতার মানদন্ডে বদলে দিতে গণমাধ্যম ও সাংবাদিক সমাজের অনন্য ভুমিকা রয়েছে।
বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের আমলে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এতদুর এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমে বলিষ্ঠ ভুমিকা রেখেছে, সংবাদপত্র সাংবাদিক সমাজ আছে বলেই দেশে এখনো সুশাসন ও জবাবদিহিতা বলবৎ আছে। যুগের পর যুগ শেষ হবে, কিন্তু গণমাধ্যমের ভুমিকা কোনদিন শেষ হবেনা।
তিনি ২৪ ডিসেম্বর দুপুরে চকরিয়ায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দৈনিক ইত্তেফাকের চকরিয়া উপজেলা সংবাদদাতা এম.এইচ আরমান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বকোনের এম.জাহেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন। উপস্থিত ছিলেন দৈনিক হিমছড়ির সাংবাদিক আবদুল মজিদ, দৈনিক কালের কন্ঠ ও আজাদীর সাংবাদিক ছোটন কান্তি নাথ, দৈনিক সংবাদ সুপ্রভাত বাংলাদেশ ও বাঁকখালীর সাংবাদিক এম.জিয়াবুল হক, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জিয়া উদ্দিন ফারুক, যায়যায় দিনের সাংবাদিক এম.মনজুর আলম, আমাদের কক্সবাজারের সাংবাদিক জহিরুল আলম সাগর, আমার সংবাদের সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, আমাদের চট্টগ্রামের আবদুল করিম বিটু, আপনকন্ঠের আবুল হোছাইন, উপজেলা চেয়ারম্যানের সহকারি জিএম পারভেজ, জালাল উদ্দিন, মেয়রের সহকারি এসএম সায়েম, শেফায়েত হোসেন ওয়ারেসী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম আরো বলেন, ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা প্রতিযশা সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন আলোর দিশারী। পত্রিকাটি যেমন স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে বলিষ্ট ভুমিকা রেখেছেন, তেমনি মানিক মিয়া লেখনীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযাত্রী ছিলেন।
মানিক মিয়া মতো মানুষের হাতধরে পত্রিকাটির জন্ম হয়েছে বলেই আজ ৬৫ বছর অতিক্রম করে ইত্তেফাক গণমানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও উপজেলা ভাইস চেয়ারম্যান, সাংবাদিকসহ উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করেন।
Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta