রোতাব চৌধূরী :: মহান বিজয়ের মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের সহযোগীতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ উৎসবে আবৃত্তি, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“ এ ধুমকেতু আর উল্কাতে, চায় সৃষ্টিটাকে উল্টাতে ” এ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শিল্পকলা একাডেমি,সত্যেন সেন শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশিত হয়।
Posted ১২:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta