রোতাব চৌধূরী :: মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আমাদের সন্তানদের সাংষ্কৃতিক অনুষ্ঠানের পরিমন্ডলে বিচরণের সুযোগ দিতে হবে।
কারণ, পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠতে গেলে কেবলমাত্র পড়াশুনা নয় মানসিক বিকাশের এই অংশটুকু তাদের খুবই প্রয়োজন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পরে শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে রচনা, চিত্রাংকন,সুন্দর হাতের লেখাসহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরসক্কার বিতরণ করা হয়।
Posted ১:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta