দীপক শর্মা দীপু,শহর(১৭ মে) :: ‘উন্নত আগামির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্যের আলোকে ১৭ মে কক্সবাজারে শুরু হয়েছে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে বিকাল ৩ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করন জাতীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
প্রধান অতিথি বলেন-‘ সভ্যতা বিকাশ করেছে বিজ্ঞান। বিজ্ঞান না হলে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। বিজ্ঞানের উৎকর্ষতায় আজকের পৃথিবীর জয়যাত্রা আর মানুষের উন্নত জীবন।’ তিনি আরো বলেন-‘কক্সবাজার হবে আন্তর্জাতিক অর্থনৈতিক জোন। উন্নয়ন আর সমৃদ্ধের কারনে পরিবর্তন হচ্ছে কক্সবাজার। উন্নত চাকুরির জন্য আর বিদেশ যেতে হবেনা ।
কক্সবাজারের উন্নয়নের প্রয়োজনে আগামিতে লক্ষ লক্ষ মানুষের চাকুরি হবে। কিন্তু তাদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। সেই যোগ্যতার প্রধান চাহিদা হবে বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শি মেধাসম্পন্ন মানুষ। তাই এখন থেকে বিজ্ঞান, প্রযুক্তি আর ইংরেজি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের গুরুত্ব দিতে হবে।’
এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম আবদুল কাইয়ুম।
জানা যায়, ১৭ মে থেকে প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাবলিক লাইব্রেরীতে হচ্ছে প্রকল্প প্রদর্শন, ১৮ মে সকাল ১১ টায় পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ে হবে বিজ্ঞান অলিম্পিয়াড, ১৯ মে সকাল ১০ টায় পাবলিক লাইব্রেরীতে হবে বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা, ১৯ মে বিকাল ৩ টায় পুরস্কার বিতরনী ও সমাপনি অনুষ্ঠান হবে। প্রতিদিনের অনুষ্ঠানমালায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কক্সবাজারের বিভিন্ন স্কুল, কলেজ , মাদ্রাসা ও বিজ্ঞান ক্লাবসহ শতাধিক বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন সংগঠন প্রকল্প প্রদর্শন করবেন।
Posted ১:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta