রোতাব চৌধূরী :: ” অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/ এইডস যাবে চলে” এ প্রতিপাদ্যে বিশ্ব এইডস দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে এইচআইভি সনাক্তকরণ কর্মসূচী।
রবিবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সাধারণ মানুষের মধ্যে এ রোগের ভয়াবহতা তুলে ধরতে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে এ কর্মসূচী শুরু হয়।
দুদিনব্যাপী এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মং টিংঞো, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, জেলা সদর হাসপাতালের আরএমও ডা আশিকুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন, প্রচার-প্রচারণা ও গণসচেতনতা এইডসের ঝুঁকি থেকে রক্ষা করে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এইডস রোগের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা প্রয়োজন এবং এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta