ক্রীড়া বিজ্ঞপ্তি(৩ জুলাই) :: সারা দেশের ন্যায় পর্যটন শহর কক্সবাজারে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন লন টেনিস মাঠে এক আলোচনা সভা ক্রীড়া সাংবাদিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
জাতীয় ক্রীড়া ম্যাগাজিন ‘ক্রীড়ালোক’ ও দৈনিক ঢাকা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক প্রিয় চট্টগ্রামের কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সৈকতের নিজস্ব প্রতিবেদক মো: আমান উলাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সোহেল (বাংলার জনপদ), সোহরাব হোসেন চৌধুরী (এবিনিউজ), রেজাউল করিম (বাংলাদেশ বেতার), জুয়েল চৌধুরী (বিবিসিপোস্ট), মীর মোশাররফ হোসেন (দৈনিক আপনকন্ঠ), ছৈয়দ আজাদ (দৈনিক রুপালি সৈকত), এস.এইচ মুক্তা (কক্সবাজার খবর.অনলাইন) ও শাহ নেওয়াজ (ডেনাইট সংবাদ)।
সভায় ক্রীড়া সাংবাদিকদের প্রশিক্ষণ ও মূল্যায়নসহ সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে গুরুত্বারোপ করা হয়।
Posted ৩:২২ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta