
রোতাব চৌধূরী :: ‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’ এ প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,প্রতিবছর দিনদিন আমাদের জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি কমছে কৃষি জমি।
তাই ভবিষ্যৎ খাদ্য চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই যথাযথ পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহন করতে হবে।
এ ছাড়া খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত খাদ্য পরিকল্পিতভাবে সুষম বন্টন করা গেলে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক,জেলা খাদ্য কর্মকর্তা মো আবু কাউছার,জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক,এনসিপি জেলা প্রতিনিধি তারেক ইকবালসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া খাদ্য দ্রব্যের মূল্য ও যোগানের ভারসাম্য রাখতে কৃষির সার্বিক উৎপাদন বৃদ্ধিসহ অনাবাদি পতিত জমিকে পরিকল্পিত চাষের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

Posted ২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta