বিশেষ প্রতিবেদক(২৮ মে) :: কক্সবাজারে নিকটাত্বীয়ের বাসায় বেড়াতে এসে চারদিন ধরে নিখোঁজ হয়ে আছে রাবেয়া আক্তার নামে টেকনাফের এক কিশোরী। এ ঘটনায় রোববার কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরী লিপিবিদ্ধ করেছেন রাবেয়ার পরিবার।
কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, টেকনাফের জাদিমুড়া এলাকার হাবিবুর রহমান ও মাতা মমতাজ বেগমের মেয়ে রাবেয়া কিছুদিন আগে বেড়াতে আসে সদর উপজেলার ঈদগাঁও ইসলামপুর নতুন অফিস এলাকার বাসিন্দা রমিদা বেগম নামে তাদের নিকটাত্বীয়ের বাসায়।
এরিমধ্যে গত ২৫ মে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নতুন অফিসে জুমনগর এলাকা থেকে বিকেল ৪ টার দিকে পার্শ্ববর্তী এক বাড়িতে শাক আনতে গিয়ে আর বাড়ি ফিরেনি। সেখান থেকে স্বাভাবিকভাবে আসতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। কিন্তু রাবেয়া ৪ দিনেও ফিরে না আসায় চারদিকে খোঁজ খবর নেন রমিদা।
নিখোঁজ রাবেয়ার আনুমানিক বয়স ১০ বছর। আনুমানিক উচ্চতা-৪ ফুট, গায়ের রং শ্যামলা, শরীরের গঠন হালকা পাতলা, পরণে হালকা হলুদ রঙ্গের ফ্রগ ও ক্রিম কালার সেলোয়ার ছিল। সে আঞ্চলিক ও সাধু ভাষায় কথা বলে।
এদিকে নিখোঁজের পর থেকে পরিবারে চরম দু;শ্চিন্তা বিরাজ করছে রাবেয়ার পরিবারে। তাই কোন সুরাহা না পেয়ে ২৮ মে বিষয়টি কক্সবাজার সদর মডেল থানাকে অবহিত করেন রমিদা বেগম।
সেখানে তিনি নিখোঁজ কিশোরীর সন্ধান পেলে (০১৮২৯-৩২৩১০৯ ও ০১৮৫৩-১১৯৯১০ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানান।
Posted ১২:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta