বিশেষ প্রতিবেদক(১৭ আগস্ট) :: শোকের মাস আগষ্টেই জাতির জনককে নিয়ে হাঁসি ঠাট্রায় মেতেছেন কক্সবাজার সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের কতিপয় ছাত্রছাত্রী।
ফেসবুকের ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের গ্রুপে একপ্রকার খোলামেলা ভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে কিছু ছাএছাএী।
১৫ আগষ্ট সকালে ফেসবুকের ‘ভয়েস অব পলিটিকাল সাইন্স’ নামক ম্যাসেঞ্জার গ্রুপে এই ঘটনা ঘটে।
নাম গোপন করার শর্তে এই গ্রুপের একজন বিষয়টি নিশ্চিত করেছেন। এতে দেখা যায় ফেসবুক আইডি অনুভুতির অপ্সরি, ফারিহাতুর রহমান ইমতিহা, তানজিমা রহমান , হেলাল উদ্দিন , সাবি¦রুল হক ও শামীম নিজেদের মধ্যে বিতর্কের মাধ্যমে একপর্যায়ে উপরোক্ত তিনজন মেয়ে তাদের নিজ আইডি থেকে জাতির জনককে নিয়ে কটুক্তি করেন।
এদের মধ্যে তানজিমা রহমানের বাড়ি কক্সবাজার ও বাকি দুজনের বাড়ি চকরিয়ায়।
অনুভুতির অপ্সরি আইডি থেকে রিফাত বঙ্গবন্ধুকে অশালীন ভাষায় (যা প্রকাশ সমীচিন যোগ্য হবে না) কটাক্ষ করা হয়। তাছাড়া হিরা নামক আইডি থেকেও অনুরুপ কটুক্তি করা হয়। মোবাইলের ফেসবুকের ম্যাসেঞ্জার গ্রুপের এসব কথোপকথন এর স্ক্রিণশটের প্রিন্ট সংরক্ষিত রয়েছে।
এতে ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত রাজিবুল ইসলাম মোস্তাক বিষয়টি খতিয়ে দেখার জন্য কলেজে গিয়ে উক্ত ছাএছাএীদের খোঁজ করেন। তাদের না পেয়ে তিনি বিভাগীয় শিক্ষক অধ্যাপক গিয়াস উদ্দিনকে বিষয়টি অবগত করেছেন।
এ বিষয়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির সভাপতি জাকের হোসেনের সাথে গতরাতে আলাপ করা হলে তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে কলেজের বিভাগীয় প্রধান ও কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতাদের নজরে নেওয়া হয়েছে।
গতরাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়–য়ার সাথে এ প্রসঙ্গে আলাপ করা হলে তিনি জানান-বিষয়টি নিয়ে তিনি খতিয়ে দেখবেন।
Posted ১২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta