খালেদ হোসেন টাপু,রামু(৪ জুন) :: দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমান সরকার গরীব দুঃখি মেহনতি মানুষের সরকার।আর কক্সবাজারে মোরা’য় ক্ষতিগ্রস্তদেরকে সব ধরনের সহযোগীতা দেওয়া হবে। যাদের বাড়িঘর মোরায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।
মন্ত্রী আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত এলাকায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে এবং থাকবে।
মন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকার সব সময় প্রস্তুত থাকে। প্রস্ততির কারণে ঘূর্ণিঝড় মোরাকে মোকাবেলা করা সম্ভব হয়েছে। এই কারণে ক্ষয়ক্ষতিও অনেক কম হয়েছে।
তিনি ত্রান ছিনিমিনি করলে কাউকে ছাড়তে দেওয়া হবেনা হুশিয়ারি দেন।
রবিবার সকাল ১১ টায় রামু পৌছে প্রথমে মোরা’য় বিধ্বস্ত গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন পরিদর্শন এবং পরিদর্শন শেষে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় ত্রানমন্ত্রী । এরপর মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন তিনি। সেখান থেকে মোরা’য় বিধ্বস্ত কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় ভবন পরিদর্শন শেষে সরাসরি কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সুধী সমাবেশে যোগ দেন মন্ত্রী।
এসময় মন্ত্রী সুধী সামাবেশে বক্তব্য প্রদান করে মোরা’য় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এসময় সুধী সমাবেশে বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক কাজী আবদুর রহমান, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ।
Posted ৫:১০ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta