বিশেষ প্রতিবেদক(১৬ মে) :: আসন্ন পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং করার কার্যক্রম চালু রয়েছে। তবুও পবিত্র রমজান মাস আসলে কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। প্রকাশ্যে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশনা দেন জেলা প্রশাসক মো: আলী হোসেন ।
নিয়মিত তা মনিটরিং করা হচ্ছে। দ্রব্যমূল্য ক্রয়ে সাধারণ ক্রেতা যাতে বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সকলকে ঐক্যবদ্ধহয়ে সচেতনতা সৃষ্টি করলে দ্রব্যমূল নিয়ন্ত্রণ রাখা সম্ভব।
এ সময় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্যাব,দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
সভায় খাদ্যের বিশুদ্ধতা, ঝুঁকিহীন ও নিরাপদ খাদ্যমান ব্যবস্থাপনা, খাদ্য সংক্রান্ত আইনসমূহের যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করা হয়।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta