মোসলেহ উদ্দিন,উখিয়া(৩০ মে) :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে উখিয়ায় উপকূলীয় এলাকাসহ বিস্তীর্ণ এলাকার সহস্রাধিক ঘরবাড়ি লণ্ড-ভণ্ড হয়ে গেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন জানান,বঙ্গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজারের উখিয়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্নস্থানে অসংখ্য গাছপালা ও কাঁচা বসতবাড়ি ভেঙে পড়ে গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। সোনার পাড়া ও ইনানীতে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন ভিত্তিক ক্ষতিগ্রস্তদের তালিকা করতে প্রতিটি ইউনিয়নে দুইজন করে অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও উপজেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক হারে পানের বরজের ক্ষতি হয়। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার উপরে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।
Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta