বিশেষ প্রতিবেদক(২ আগস্ট) :: আগামি ৫ আগষ্ট কক্সবাজারে রোহিঙ্গাসহ ৪ লাখ ২০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জেলার ১৯৫১ টি টিকাদান কেন্দ্রে ৬০৭২ জন লোকবল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। ২ আগষ্ট সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কক্সবাজারের সিভিল সার্জন ডা: আবদুল সালাম এ তথ্য জানান।
সভায় সিভিল সার্জন মোঃ আবদু সালাম বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায়।
ঝুঁকি কমায় শিশুর মৃত্যুর। বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা ঝুঁকি নেই। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের উপকারিতা নিয়ে সভায় প্রজেক্টরে মাধ্যমে ভিডিও প্রেজেনটেশন করেন ডাঃ রঞ্জন বড়–য়া রাজন।
বক্তব্য রাখেন, ইউনিসেফ এর কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ ও মুহাম্মদ আলী জিন্নাত। সভা পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সিরাজুল ইসলাম সবুজ।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta