রোতাব চৌধূরী :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভাপতিরে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে দেশের আলোর দিশারী বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
যাঁদের মধ্যে ছিলেন প্রগতিশীল লেখক,শিক্ষক, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবী।
যারা একটি করেছে তারা শুধু বাংলাদেশ নয় বিশ্বমানবতার শত্রু।শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা একটি বৈষম্য মুক্তি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারবো।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মো: লুৎফর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়ামিন হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,বিএনপি জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড বিমল কুমার প্রামাণিক,ছাত্র সমন্বয়ক সাহিদুল ওয়াহিদ সাহেদ, রবিউল হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
Posted ১:০১ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta