মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: “কাংখিত শিক্ষানীতি ও আমাদের করণীয়” শীর্ষক শিক্ষক সম্মেলন ২০২৪ বুধবার ২৫ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কক্সবাজার জেলা শাখা শহরের পাবলিক হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চল পরিচালক অধ্যাপক আহসান উল্লাহ ও কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
বক্তারা জাতীয় শিক্ষানীতিতে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী সম্পন্ন বিষয় অন্তর্ভুক্তকরণের দাবি জানান।
পাশাপাশি বাস্তবমুখী ও ক্যারিয়ার নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার উপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণকারী শিক্ষকরা বক্তব্য রাখেন।
সরকারি/ বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, সিলেবাসে আধুনিক, নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন বিষয়সমূহ সংযুক্ত করার প্রচেষ্টা করা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করা সহ নানা লক্ষ্য- উদ্দেশ্যে এ ফেডারেশন কাজ করবে বলে জানান আয়োজকরা।
শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কল্যাণ ও উন্নয়নের জন্য চেষ্টা করা এবং শিক্ষকগণের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে যথাযথ ও সক্রিয় ভূমিকা পালন করা সংগঠনটির অন্যতম কর্মসূচি।
শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা, চাকরির সময়সীমা ৬৫ বছর করা, পরিচালনা কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব মুক্ত রাখা এবং স্কুলের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সংগঠনটির অন্যতম দাবি-দাওয়া বলে জানা গেছে।
উল্লেখ্য, এ সংগঠনটি সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত। যার নাম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বি,এ,এস,এফ)।
Posted ১১:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta