
রোতাব চৌধূরী :: শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি,কক্সবাজার জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশু সমাবেশ,প্রতযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার শিশু একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও শিশু সমাবেশে জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো:আব্দুল আউয়াল,সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তার, ব্র্যাক জেলা প্রতিনিধি অজিত নন্দীসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের অধিকার রক্ষায় সকলকে যত্নবান হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: মুনির ও উর্মি সাদিয়া।
এতে সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্র, অরুণোদয়, মুক্তি, পালস,ইপসা থেকে প্রায় ১২৫ জন শিশু অংশগ্রহণ করে।
সভা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Posted ১০:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta