
রোতাব চৌধূরী :: সারাদেশের ন্যায় কক্সবাজারেও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।
ইপিআই কর্মসূচির আওতায় রবিবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে জেলার ২,৯৩৬টি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ভরাপেটে এক ডোজ করে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে।
সকালে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শাহ আবদুল জব্বার মিলনায়তন কেন্দ্রে টাইফয়েড টিকাদানের এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সজীব।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর। টাইফয়েড রোগ প্রতিরোধে এবং টাইফয়েড জনিত কারণে অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই টিকা।

সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী,বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক শেখ গণি মিয়া,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: টিটু চন্দ্র শীল,বায়তুশ জব্বারিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ করিম বক্তব্য রাখেন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মোয়াজ আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা,চিকিৎসক, আইনশৃংখলা বাহিনীসহ স্কাউট ও বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলায় ৯ লক্ষ ৬ হাজার ৫৫৪ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন শুরু করা হয়েছে এবং টিকাদানের ক্ষেত্রে যে কোন গুজব প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।
পরে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।


Posted ১:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta