রোতাব চৌধূরী :: তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে আয়োজিত (অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা ) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
শুক্রবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উভয় গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম ফাইনালে বালিকা গ্রুপে কক্সবাজার পৌরসভা দল টাইব্রেকারে ৩-২ গোলে ঈঁদগাহ উপজেলা দলকে পরাজিত করে।
অপরদিকে ২য় ফাইনালে বালক গ্রুপে টেকনাফ উপজেলা দল টাইব্রেকারে ৪-২ গোলে কক্সবাজার পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করে।
নির্ধারিত সময়ে তাদের ফলাফল ১-১ গোলে ড্র ছিল।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ শ্লোগানকে সামনে রেখে ছয়দিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, ডা. মহিউদ্দীন মো আলমগীর, ঈদগাঁহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,ছাত্র প্রতিনিধি রিয়াদমনিসহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা, টিম ম্যানেজারসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
পরে উভয় গ্রুপের শ্রেষ্ঠ খেলোয়াড়সহ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার দেয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় গত ১৯ জানুয়ারী থেকে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট কক্সবাজার পৌরসভাসহ নয় উপজেলার অনুর্ধ ১৭ বালক ও বালিকা গ্রুপের ২০টি ফুটবল দল অংশগ্রহণ করে।
Posted ১১:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta