সংবাদ বিজ্ঞপ্তি(১৮ জানুয়ারী) :: কক্সবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত ২ আসামীকে সাজা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে ওই দুই আসামীর সাজার রায় ঘোষনা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কক্সবাজার শহরের বাস টার্মিনালের পশ্চিম পাশে ইসলামাবাদ এলাকার মৃত কবির আহমদের পুত্র ছৈয়দ করিম ও টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়া এলাকার আলী চাঁনের পুত্র জসিম উদ্দিন।
সরকার পক্ষের আইনজীবী এপিপি মোস্তাইদুজ্জামান ওয়াকার জানান, দ্রুত বিচার আদালতে মামলার আসামী ছৈয়দ করিমের দেড় বছর এবং আসামী জসিম উদ্দিনের এক বছরের কারাদন্ডের রায় দেয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালের ২৯ অক্টোবর কক্সবাজার শহরের বাস টার্মিনালের পশ্চিম পাশে ইসলামাবাদ এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার বার্তা প্রধান রাশেদুল মজিদ ও স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেনের উপর হামলা চালায় সন্ত্রাসী ছৈয়দ করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী।
এ ঘটনায় ৩০ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বার্তা প্রধান রাশেদুল মজিদ। ওই মামলায় আদালত বৃহস্পতিবার রায় ঘোষনা করেন।
Posted ১:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta