রোতাব চৌধূরী :: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠির সেবাসমূহ প্রাপ্তিতে “গণশুনানি” অনুষ্ঠান।
গতকাল অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম-এর সহযোগীতায় এবং বেসরকারী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স বিএসটি-র উদ্যোগে অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে মহেশখালী ও চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স বিএসটির পরিচালক (কর্মসূচী ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
গণশুনানীতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হাসান মাসুদ,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মোয়াজ্জেম হোসেন,মহিলা চেম্বার এন্ড কমার্সের সভাপতি জাহানারা ইসলাম,অক্সফ্যাম ইন বাংলাদেশের হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট দেবরাজ দে, বিএসটির প্রকল্প ব্যবস্থাপক মো মনিরুজ্জামান টিটু,মিফতাহ বিনতে ইউসুফসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় ইউপি স্ট্যান্ডিং কমিটি সক্রিয়করণ,পারবারিক বিরোধ নিরসন,নারী অধিকার, উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণ, উপকূলীয় বন সংরক্ষণ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের টেকসই নির্মাণ,অপরিকল্পিত ঘের নির্মাণ, প্যারবন, পাহাড় কাটাসহ চ্যালেঞ্জসমূহের উত্তরণে সুপারিশগুলো তুলে ধরা হয়।
Posted ৬:১০ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta