এম.এ আজিজ রাসেল(১০ আগস্ট) :: কক্সবাজার জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে হযরত শাহেন শাহে সিরকোট আল্লামা ছৈয়্যদ আহমদ শাহ (রাঃ) এর ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাত ৯টায় খানাকাহ-এ-কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া মাদরাসা প্রাঙ্গণে পবিত্র ফাতেহা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জেলা গাউছিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমানে পরিচালনায় অনুষ্ঠিত ফাতেহা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির যুগ্ন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ সম্পাদক এমদাদুল ইসলাম, অর্থ সম্পাদক একরামুল হক, নির্বাহী সদস্য ছৈয়দ হোসেন সওদাগর ও মাষ্টার শামসুল আলম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন খানাকাহ-এ-কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া মাদরাসার সুপার মাওলানা শাহাদাত ইসলাম আল কাদেরী।
মিলাদ মাহফিলে বলা হয়, আল্লামা ছৈয়্যদ আহমদ শাহ (রাঃ) ছিলেন যুগ যুগ ধরে মহান আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামের প্রচার-প্রসার এবং কুরআন-হাদীসের চর্চা নবী-রাসূল, সাহাবায়ে কিরাম, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন, আইম্মায়ে মুজতাহিদীন, আওলিয়ায়ে কিরাম এবং হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কিরামের মাধ্যমে হয়ে আসছে।
আমাদের এই উপমহাদেশে ইসলামের প্রচার-প্রসারে শাহেন শাহে সিরকোট আল্লামা ছৈয়্যদ আহমদ শাহ (রাঃ) এর বিশেষ অবদান রয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার মহান জিম্মাদারী পালন করেন।
বিশেষ কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে তিনি পৌছে দিয়েছেন ইসলামের সুমহান বাণী। আজ শুক্রবার বাজারঘাটাস্থ পৌর গাউছিয়া কমিটির উদ্যোগে আল্লামা ছৈয়্যদ আহমদ শাহ (রাঃ) এর ওরস মোবারক অনুষ্ঠিত হবে।
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta