সংবাদ বিজ্ঞপ্তি(১৪ আগষ্ট) :: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকীর উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বুধবার (১৬ই আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করা হয়েছে স্মৃতিতর্পণ অনুষ্ঠান ‘কক্সবাজারে বঙ্গবন্ধু’।
অনুষ্ঠানে জাতিরজনকের সান্নিধ্য পাওয়া তাঁরই স্নেহধন্য চারজন আলোচক স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন।
তারা হচ্ছেন- সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক জেলা গভর্নর প্রবীণ রাজনীতিক এ্যাডভোকেট জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, জয় বাংলা বাহিনী প্রধান কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী ও ৭০ দশকের বিশিষ্ট ছাত্র সংগঠক, মুক্তিযোদ্ধা, রাজনীতিক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
অনুষ্ঠানের সূচনা করবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পিন্টু আরেং। অনুষ্ঠানের নতুন প্রজন্ম প্রশ্নোত্তর পর্বে সরাসরি অংশগ্রহণ করবেন।
Posted ১:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta