কক্সবাংলা রিপোর্ট :: অন্তর্বতীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আগামী শুক্রবার (১০ জানুয়ারী) দুই দিনের সফরে কক্সবাজার আসছেন।
৭ জানুয়ারী উপদেষ্টার একান্ত সচিব মুকতাদিরুল আহমেদ(উপসচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচিতে জানা গেছে, সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী আগামী শুক্রবার (১০ জানুয়ারী) বিমান যোগে কক্সবাজারে পৌছে বিকাল ৪টায় কক্সবাজার বই মেলা ২০২৫ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এসময় তিনি বই মেলা ২০২৫ এর উদ্ভোধন করার পাশাপাশি প্রধান অতিথি হিসাবে বক্ত্যব্য রাখবেন।
এর পর দিন শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করবেন।
একই দিন সকাল ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করে দুপুর ১২টায় জেলা গ্রন্থাগার পরিদর্শন করবেন।
এরপর বিকাল ৪টায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আগামী ১০ জানুয়ারী প্রথম সফরে তিনি কক্সবাজার আসছেন।
Posted ৭:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta