বিশেষ প্রতিবেদক,শহর(১৯ মে) :: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানান আয়োজনে ৩দিন ব্যাপী ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ সম্পন্ন হয়েছে।
১৯ মে শুক্রবার বিকেলে শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনোয়ার হোসেন।
জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম রুহুল কুদ্দুস।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিেেলন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো: আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও ধারণা সৃষ্টির লক্ষ্যে সারা দেশব্যাপী বিজ্ঞান মেলার আয়োজনে আমাদের নির্দেশনা প্রদান করেছেন। এ ছাড়া তিনি মেলা সম্পর্কে বলেন, এই বিজ্ঞান মেলা দেখে মনে হয়েছে আমরাও পারি। কক্সবাজারের শিক্ষার্থীরা জাতীয় সমস্যা গুলোর প্রেক্ষাপট চিহ্নিত করে সমাধানমূলক প্রকল্প প্রদর্শন করেছে যা খুবই প্রশংসনীয়। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে প্রকল্পগুলো লিপিবদ্ধ করার পরামর্শ দেন, যাতে জাতীয় পর্যায়ে এগুলোকে আরও বেশী গবেষণা করে চূড়ান্ত রূপ দেয়ার লক্ষ্যে কাজ করা যায়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: আলী হোসেন বলেন, বিজ্ঞান আমাদের এতই উন্নত করেছে যে বিশ্ব এখন হাতের মুঠোয়। বিজ্ঞানের উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তির চর্চ্চা করতে হবে। বিজ্ঞান না জানলে নিজেকে ও সমাজকে জানা যায় না। তাই নিজেকে আবিষ্কার করতে হলে অবশ্যই বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পগুলো বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী বলেন, বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চতর শিক্ষা অর্জন করে বিজ্ঞান মনষ্ক জাতি গড়ে তুলতে হবে। মানবকল্যাণে বিজ্ঞানের উদ্ভাবিত প্রকল্পগুলো কাজে লাগাতে হবে। বিজ্ঞানের অগ্রযাত্রাকে বেগবান করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম রুহুল কুদ্দুস বলেন, এখন বিজ্ঞানের যুগ। বিজ্ঞান ছাড়া কোন কিছুই সম্ভব নয়। শিক্ষার্থীরা ইন্টারনেটের উত্তম ব্যবহারের মাধ্যমে নিজেকে বিকশিত করার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সেরা বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও প্রকল্প প্রদর্শনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শনী ষ্টল পরিদর্শন করেন অতিথিরা।
উল্লেখ্য যে, তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় জেলার ৮টি উপজেলা থেকে কলেজ ও স্কুল পর্যায়ে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৪টি বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রকল্প নিয়ে ৩৬৫জন শিক্ষার্থী অংশ নেয়।
Posted ৯:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta