কামাল শিশির,ঈদগড় :: কক্সবাজারের রামুতে ৪ লক্ষ ১৯ হাজার টাকা জাল নোট উদ্ধার করছে রামু থানার পুলিশ।
খবর পেয়ে ৯ জানুয়ারি ( বুধবার) সকাল ১১ টার সময় কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল নুরানী একাডেমি ও ফোরকানিয়া মাদ্রাসার সামনের থেকে এই টাকা উদ্ধার করা হয়।
সূত্রে প্রকাশ, পশ্চিম মনিরঝিল এলাকার শামশুল আলমের ছেলে নজরুল ইসলাম আব্বু ৪ লক্ষ ১৯ হাজার টাকা নিয়ে রামু ইসলামী ব্যাংক কর্মচারী মনিরঝিল এলাকার বাসিন্দা ইসলামকে দেখানোর জন্য আসলে ব্যাংক কর্মকর্তা টাকা গুলি জাল নোট বলার সাথে সাথে টাকা রেখে পালিয়ে যায় ।
পরে স্থানীয় চৌকিদার জহির উদ্দিন টাকা গুলি জব্দ করে রামু থানায় জানালে এস আই রাহুল ঘটনাস্থল পরিদর্শন করে টাকা গুলি জব্দ করে।
রামু থানা এস আই রাহুল জাল টাকা উদ্ধারের বিষয়টি স্বীকার করে।
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান স্থানীয়রা।
Posted ৯:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta