কক্সবংলা রিপোর্ট(২৮ মে) :: “ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কামান” এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে ১ জুন অনুষ্ঠিত হবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।
এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার আটটি উপজেলার ১,৮১৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ২৬১ জনকে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৩ হাজার ৩৯৮ জন শিশুকে লাল রং এর একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনা হবে।
২৮ মে মঙ্গলবার জেলা ইপিআই সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদার সভাপতির বক্তব্যে এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন,জেলায় ৪ লাখ ৮২ হাজার ৬৫৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিয়ে কেউ যেনো বিভ্রান্ত না ছড়ায় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ভিটামিন খাওয়াতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে না বরং শিশুটি আরো সুস্থ থাকবে। শিশুর সুস্থতা ও বেড়ে উঠতে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সকল স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
জেলায় মোট ৩৯৮ জন স্বাস্থ্য সহকারী সহ স্বেচ্ছাসেবী রয়েছেন সব মিলিয়ে ৫ হাজার ৪০৬ জন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ ডা: শাহ ফাহিম আহমেদ ফয়সল,টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ রাজীব নাথসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta