বিশেষ প্রতিবেদক(২৯ জুন) :: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অনু্িষ্ঠত হয়েছে চিকিৎসাভাতা, একালীন অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।
এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা কালেক্টরেট ভবনস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
উপস্থিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আপনারা এখন অবসরগ্রহণ করেছেন,এক সময় সরকারি বিভিন্ন দপ্তরর গুরুত্বপূর্ণপদে থকে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দিয়ে গেছেন এবং সাধারণ জনগণ তার সুফল ভোগ করেছে। আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি।
এ ছাড়া তিনি উপস্থিত সদস্যদের পারিবিারিক ও তাদের সন্তানদের শিক্ষা বিষয়ে খোঁজ-খবর নেন।
সমিতির সভাপতি প্রফেসর এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির উপদেষ্টা মো: তাহের কুতুবী ও মো: মাহমুদুল হক,সিনিয়র সহ-সভাপতি প্রফেসর জাফর আহম্মদ, সহ-সভাপতি বাদল বড়–য়া, সাধারণ সম্পাদক মুফিজুর রহমানসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর সমিতির সদস্য-সন্তানদের মধ্যে ১৮জন মেধাবী শিক্ষার্থী-কে ৫,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি,অসুস্থ সদস্য ৫জনকে ৫,০০০ টাকা করে চিকিৎসাভাতা, বিবাহক্ষেত্রে ১জনকে ৫,০০০ টাকা এবং ২৬জন সদস্যকে ২,০০০ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়।
Posted ১২:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta