কক্সবাংলা রিপোর্ট(২৯ জুন) :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি একদিনের সফরে ৩০ জুন শুক্রবার সকালে কক্সবাজার আসছেন।
জানা গেছে,স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকালে বিমানযোগে পৌছে ওইদিন কক্সবাজারে অবস্থান করবেন। এর পরদিন শনিবার সকালে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেন্টারে জেলার আইন শৃংখলার সার্বিক বিষয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
মতবিনিময় শেষে ২ জুলাই সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
Posted ৩:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta