এম.জিয়াবুল হক,চকরিয়া(১৩ জুলাই) :: কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফুলছড়ি রেঞ্জে বনকর্মীদের অভিযানে অন্তত ২০টি অবৈধ বসতি ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি ও ঈদগাঁও রেঞ্জের অধীন সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা চারঘন্টার অভিযানে বনকর্মীরা অন্তত ১০ কোটি টাকা মুল্যের বনভুমি অবৈধ দখলমুক্ত করেছে।
অভিযান নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারি বন সংরক্ষক (সদর) বেলায়েত হোসেন ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) পঙ্কজ বড়–য়া।
এছাড়াও অভিযানে উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদী হাসান, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা মমতাজ আলী, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকারসহ পুলিশ এবং বনবিভাগের শতাধিক সদস্য অংশ নেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বনবিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী কিছু ব্যক্তি সিন্ডেকেট করে বনবিভাগের ফুলছড়ি ও ঈদগাঁও রেঞ্জের প্রায় ৫ একর বনভুমি জবরদখল করে নেন। পরে এসব বনভুমিতে তাঁরা টিনের ঘেরাবেড়া দিয়ে অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মান করে আসছিল।
তিনি বলেন, সরকারি বনভুমি অবৈধভাবে দখলের অভিযোগে উক্ত সিন্ডিকেটের প্রায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুুতি চলছে।
Posted ১১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta