বিশেষ প্রতিবেদক(১২ জুন) :: কক্সবাজার উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে গভীর সাগরে ১৪ জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
এ ঘটনায় ১২ জেলে ভাসতে ভাসতে কূলে ওঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে ট্রলারটির মাঝিসহ দুইজন।
গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে বঙ্গোপসাগরের লাবণী পয়েন্ট চ্যানেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, ট্রলারটির মাঝি বেলাল উদ্দিন (৪৫) ও তার সহযোগী জেলে লেমন রাখাইন (৪০)।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, রবি দাস (৫০), মাকন দাস (৪৫), বিশ্বজিত দাস (২৮), লক্ষীপদ দাস (৪৫), ফিরুরা দাস (৩৮), নেপাল দাস (২৫), চরন দাস (২৪), সুদীর দাস (৩০), তুফান দাস (৫০) সহ আরও দুইজন। তারা সবাই চকরিয়ার পহরচাঁদার বাসিন্দা বলে জানা গেছে।
সাগরে বিধ্বস্ত ট্রলারটির মালিক জসিম উদ্দিন জানান, আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার সাগরের লাবণী পয়েন্ট চ্যানেলের গভীর সমুদ্রে বোটটি বিকল হয়ে যায়। এক পর্যায়ে তীব্র ঝড়ো হাওয়ায় বোটটি সাগরে ডুবে যায়।
এ অবস্থায় ১২ জেলে বোটের ভাঙা অংশ ধরে সাগরে ভাসতে থাকে। ভাসতে ভাসতে এক পর্যায়ে তারা কক্সবাজার সৈকতের ডায়বেটিক পয়েন্টে এসে পৌঁছে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উদ্ধারে নেমে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় এদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
তবে ১২ জন কূলে ফিরতে পারলেও বোটটির মাঝিসহ দুইজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, ইতিমধ্যে ১২ জেলে কূলে ফিরে এসেছে। এরা মোটামুটি শংকা মুক্ত। নিখোঁজ দুইজনকে উদ্ধারে নৌ-বাহিনী ও জেলা প্রশাসককে জানানো হয়েছে।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় নিখোঁজ জেলেদের উদ্ধারে তৎপরতা চলছে।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy