
রোতাব চৌধূরী :: মা-ইলিশের প্রজনন মৌসুম এবং সামুদ্রিক মাছ সংরক্ষণ বাড়াতে সাগর ও নদী উপকূলে চলছে মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা।
৩ অক্টোবর মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত।
এ উপলক্ষে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে অভিযান পরিচালনা করছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার সদর।
রবিবার নিষেধাজ্ঞার ৮মদিনে বাঁকখালী নদী, নাজিরারটেক মোহনা, সোনাদিয়া মোহনা এবং লাবনী পয়েন্ট সংলগ্ন সাগর এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আনোয়ার হোসেন,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কোস্ট গার্ড, বিসিজি স্টেশন,পূর্ব জোনের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সদর কক্সবাজার।
তিনি জানান, মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৯টি নৌযান জব্দ করা হয়।
এসময় ৮টি নৌযান মালিককে ৯০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদেরকে মুচলেকার মাধ্যমে সতর্ক করা হয়।
অপর ১টি নৌযানকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ রাখা হয় বলে জানান সুজয় পাল।
এ ছাড়া মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta