আবদুর রাজ্জাক(৭ জুন) :: কক্সবাজার কলাতলী সুগন্ধা পয়েন্টে অবৈধভাবে নির্মিত অর্ধশতাধিক দোকান ত একমাসে দু’বার উচ্ছেদ করা হয়েছিল । কয়েক কোটি টাকার খাস জমি দখল মুক্ত করে কাটা তারের বেড়াও দেয়া হয় প্রশাসনের থেকে।
মামলাও দায়ের করা হয়েছে তিনজন দখলবাজদের বিরুদ্ধে। এরপরও দখলবাজরা এক সপ্তাহ ধরে দখলমুক্ত করা জমিতে রাতারাতি পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। টিনের বেড়ার আড়ালে আবারো অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি আচঁ করতে পারে প্রশাসন।
যার প্রেক্ষিতে বুধবার বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কক্সবাজারের প্রশাসন।
এসময় সরকারী ৫০ শতক খাসঁ জমির উপর নির্মিত প্রায় ২৫ কোটি টাকা মূল্যের কাঁচা-পাকাসহ মোট ৫০টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্বে দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এসময় সদর সহকারি কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়া, জেলা প্রশাসনের এন ডিসি মো. তাহামিনুল রহমান ও ১৫ আনসার ব্যাটালিয়ের হাবিলদার আনোয়ার হোসেনের নেতৃত্বে ফোর্স এবং পুলিশ উপস্থিত ছিলেন।
পঙ্কজ বড়–য়া বলেন, ইতোমধ্যে দু’বার উচ্ছেদ করা হয়েছে সুগন্ধা পয়েন্টে অবৈধভাবে নির্মিত দোকান গুলো। দোকান উচ্ছেদের পর কাটা তারের বেড়াসহ সাইন বোর্ডও টাঙিয়ে দেয়া হয়েছিল। কিন্তু দখলবাজরা রাতের আধারে কাটা তারের বেড়া ও সাইন বোর্ড খুলে নিয়ে যায়। মামলাও দায়ের করা হয়েছে আব্দুল্লাহ আল মিঠু, মো. আলম ও মোয়াজ্জেম হোসেন শাওন নামে তিনজনের বিরুদ্ধে।
তারপরও কৌশলে স্থাপনা নির্মাণ শুরু করে কয়েকদিন ধরে। যার প্রেক্ষিতে বুধবার অভিযান চালিয়ে ৪০টির অধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। মিঠু’র নেতৃত্বে সরকারি খাস জমি দখল করে বার বার দোকান নির্মাণ করছে একটি চক্র।
মো. নজরুল ইসলাম বলেন,প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ৫০ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদের পর দোকান গুলোর বিপুল মালামালও জব্দ করা হয়। এছাড়া দখলবাজদের যেকোন সময় আটক করা হবে।
Posted ২:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta