সংবাদ বিজ্ঞপ্তি(১৭ আগষ্ট) :: কক্সবাজার ক্রিকেট একাডেমী বনাম মিরসরাই ক্রিকেট একাডেমী দুইদিন ব্যাপী প্রিতি ক্রিকেট টি ২০ ম্যাচ শুরু হয়েছে।
কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার আড়াইটার দিকে এই টি-২০ প্রিতি ম্যাচ উদ্বোধন করেন কক্সবাজার ক্রিকেট একাডেমীর সিনিয়ির সহ সভাপতি এম. দেলোয়ার হোসেন। খেলার প্রথম দিনেই ৭৯ রানের ব্যবধানে জিতে যায় মিরসরাই ক্রিকেট একাডেমী।
কক্সবাজার ক্রিকেট একামী মিরসরাই ক্রিকেট একাডেমী বিপক্ষে ১৮ রানে ওলআউট হয়ে যায়। এই প্রিতি টি-২০ ম্যাচে মিরসরাই ক্রিকেট একাডেমীর কোচ ছিলেন মেজবা অন্যদিকে কক্সবাজার ক্রিকেট একাডেমীর কোচের দায়িত্ব পালন করেন লতিফ উল্লাহ।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন, দুলান, দিল মোহাম্মদ, শুভ ও আরফাত। খেলার প্রথম দিনেই ৩ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় ইমরান খান।
কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার (১৮ আগষ্ট) সকাল ৮ টায় ফাইনাল খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
Posted ১২:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta