প্রেস বিজ্ঞপ্তি(২১ জুলাই) :: কর্ণেল তাহের (বীর উত্তমের) ৪১ তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (আম্বিয়া, বাদল, প্রধান) কক্সবাজার জেলা ও শহর কমিটির উদ্যোগে লালদিঘীর পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে
২১ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (আম্বিয়া, বাদল, প্রধান) কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আকতার আলমের সভাপতিত্বে ও জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো: ইলিয়াছের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় জাসদ নেতা এড. আবদুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ জাসদ নেতা কমরেড একে ফরিদ আহমদ ও প্রবীণ জাসদ নেতা কলিম উল্লাহ।
বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও শহর সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম, শহর সহ সভাপতি মো: আনোয়ার আলম এবং সাংগঠনিক সম্পাদক জয়নাল হাজারী প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা কর্ণেল তাহেরের প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং তার আত্মার ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কর্ণেল তাহেরের বিচার কার্য যথাযথ ভাবে সম্পন্ন করার জন্য জোর দাবি জানান।
কর্ণেল তাহের হত্যাকারী খুনী জিয়ার মরনোত্তর বিচার কর : জাসদ
———————————————-
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অন্যতম প্রতিষ্টাকালীন নেতা, শোষনমুক্ত বাংলাদেশ প্রতিষ্টা ও সমাজতান্ত্রিক রাষ্ট্র বির্নিমানের স্বপ্নদ্রষ্টা মহান মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমাণ্ডার বীর উত্তম শহীদ কর্ণেল আবু তাহেরর ৪১তম হত্যা দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা শাখার আলোচনা সভা জেলা জাসদ সভাপতি জননেতা নইমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে ২১/০৭/২০১৭ ইং বিকাল ৫টায় লালদীঘি দক্ষিন পাড়স্থ জেলা জাসদ কার্যালয়ে অনুষ্টিত হয়। সভার শুরুতে প্রয়াত জাসদ নেতার স্বরণে সকলে দাড়িয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় বক্তারা বলেন, কর্ণেল তাহের নিজের জীবন জাতীর জন্য উৎসর্গ করেছেন কিন্তুু খুনি জিয়াউর রহমানের অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাহের হত্যাকারী খুনি জিয়া দল বিএনপি ও তার পতœী খালেদা স্বাধীনতা বিরোধী রাজাকার ও জঙ্গীদের সাথে নিয়ে বাংলাদেশের জনগনের সার্বিক উন্নয়ন ধ্বংস করার জন্য আগুন সন্ত্রাস করেছেন।
মহামান্য হাইকোটের দেয়া তাহের হত্যার বিচারের রায়ের আলোকে খুনি জিয়ার মরনোত্তর বিচার করার সাথে সাথে অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক রাষ্ট্র বির্নিমান, জর্ঙ্গীবাদ নিমূল, জঙ্গীদের পৃষ্টপোষক ও আগুন সন্ত্রাসের নেত্রী খালেদা কে সরকার ও রাজনীতি থেকে বিদায় জানাতে দেশের জনগনের প্রতি আহবান জানান। বক্তাব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক মোহাম্মদ হোসন মাসু,সহ সম্পাদক এড.রফিক উদ্দীন চৌধুরী, এডঃ আব্দুর শুক্কুর, যুব জোট,দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর,প্রচার সম্পাদক,মহেশখালী উপজেলা আহবায়ক আশরাফুল করিম নোমান,যুব জোট সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমু, জেলা জাসদের আবু তৈয়ব,জেলা শ্রমিক জোট আহবায়ক আব্দুল জব্বার,যুগ্গ আহবায়ক প্রদীপ দাস, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) আহবায়ক আব্দুর রহমান,ছাত্রনেতা কায়ছার হামিদ প্রমূখ।
Posted ১০:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta