কক্সবাংলা রিপোর্ট(২৮ মে) :: কক্সবাজারে জৈষ্ঠ্যের তীব্র তাপদাহে ওষ্ঠাগত নাগরিক জীবন। গরমে অতিষ্ঠ জেলাবাসী চাতকের মতো অপেক্ষা করছিল একটুখানি বৃষ্টির। অবশেষে জেলার অন্যান্য স্থানের মতো শহরেও নেমে এলো সেই স্বস্তির বৃষ্টি। রবিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে থেকে বৃস্টি শুরু। রমজান মাসের প্রথম দিনে বৃস্টি হওয়ায় অনেকে ফেসবুকের মাধ্যমে দোয়া স্বস্তি প্রকাশ করেছেন।
কিন্তু এতো সহসা যে বৃষ্টির দেখা মিলতে পারে হয়তো আশা করতে পারেনি শহরবাসী।আর টানা বৃস্টিপাতে কক্সবাজার শহরের মানুষের ব্যস্ততা হঠাৎ কিছু সময়ের জন্য থমকে যায়। তীব্র গরমের পর হঠাৎ বৃস্টিকে সবাই একনজরে তাকিয়ে থাকে।
কক্সবাজার আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে গরমের তীব্রতা কমে যাওয়ার আভাস ছিল। শুক্রবার থেকে অনেক এলাকায় বৃষ্টি হয়েছে। রবিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়লে বিরাজ তাপপ্রবাহ কেটে যাবে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
Posted ৪:১২ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta